আসসালামু আলাইকুম
আমার নিজস্ব একটি প্রোডাক্ট রয়েছে। তো আগামী ১৫ তারিখ থেকে আমি আমার এই প্রোডাক্টের এড রান করাতে চাচ্ছি। পূর্বে কোনদিন এড রান করার অভিজ্ঞতা নেই। তো সেক্ষেত্রে কি স্টেপআপ থেকে কি আমি কোন হেল্প পাবো ?
মানে আমাকে একবার এড রান করে সবকিছু দেখিয়ে দিলেন। আমার কার্ড, ডলার, এড একাউন্ট সব কিছু রেডি। শুধু একবার এড রান করে দেখিয়ে দেয়া। এমন সাপোর্ট কি স্টেপআপ দিবে ? নাকি আমার নিজেরি করতে হবে ?
বিষয় টা জানালে একটু উপকৃত হতাম।
আপনি যখন অ্যাড রান করবেন তখন আপনার সাপোর্ট একজিকিউটিভ কে দেখাতে পারেন,যে আপনার কোন প্রবলেম আছে কিনা তিনি তা দেখে দিবেন ।অ্যাড রান আপনি করবেন ।উনি শুধু আপনার ভুলগুলো আছে কিনা চেক করে দিবেন । তারপর অ্যাড এ যদি কোন প্রবলেম হয় আপনার Support Executive বলবেন উনি সমাধান করতে না পারলে আমাদের মেয়েটা সাপোর্ট টিম আপনাকে হেল্প করতে পারবে ।
আপনার ভয়ের কিছু নেই কোন সমস্যা হলে আমাদের সাপোর্ট টিম আছে আপনি অ্যাড রান করতে পারেন নিঃসন্দেহে।
ফারুক ভাই সত্যিই অসাধারণ একজন ব্যক্তি। তাঁর এড রানের সহযোগিতা আমার প্রজেক্টে নতুন মাত্রা যোগ করেছে। তিনি তাঁর বিশাল অভিজ্ঞতা এবং দক্ষতা দিয়ে কাজকে সহজ এবং কার্যকর করেছেন। ফারুক ভাইয়ের সাথে কাজ করা সবসময়ই সৃজনশীল এবং অনুপ্রেরণাদায়ক। আমি তাঁর সহযোগিতা এবং পরামর্শের জন্য কৃতজ্ঞ। আশা করি ভবিষ্যতেও তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পাব। এই প্লাটফরম ছেড়ে চলে গিয়েছিলাম শুধুমাত্র ফারুক ভাইয়ের জন্য আবার ফিরে এলাম। ধন্যবাদ ফারুক ভাই এভাবেই সবসময় পাশে থাকবেন আশা করি।