আসসালামু আলাইকুম, আমি ফাহমিদ ভাইয়ের ভিডিও দেখেই প্রথম এড একাউন্ট সম্পর্কে জানতে পারি। তার আগে আমি আসলে বুস্ট বাটনে ক্লিক করে বুস্ট করতাম। এখন বিভিন্ন প্রশ্ন সৃষ্টি হচ্ছে ও সমস্যার মুখোমুখি হচ্ছি। আপনাদের েএকটু সরাসরি সাপোর্ট দরকার। আপনারা যদি একটু অডিট করতেন তাহলে আমি নিচের প্রশ্নগুলোর সমাধান করতে পারতাম।
১. দুটি পেজের জন্য দুটি এড একাউন্ট লাগবে নাকি একটি এড একাউন্ট দিয়েই দুটি পেজের এড রান করতে পারব?
২. একই কার্ডের ইনফরমেশন দিয়ে একাধিক এড একাউন্ট চালানো যাবে কিনা।
৩. আমার অফিসিয়াল ওয়েবসাইটের ইমেইল দিয়ে বিজনেস একাউন্টের তথ্য পূরণ করতে গেলে ইমেইল ভেরিফিকেশন হয় না। এজাতীয় একটি সমস্যা মনে হয় মেটা পিক্সেল সেটাপে সমস্যা করতেছে।
৪. কিভাবে অফলাইন নাম্বারগুলো আপলোড করে কাস্টম অডিয়েন্স তৈরি করবো? করতে গেলে এড একাউন্ট এর সাথে পেজের সম্পর্ক স্থাপন ইত্যাদি অজ্ঞাত কিছু ঝামেলার জন্য কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি নাই।
ধন্যবাদ। —- তারেক