Business Manager>Ad Manager>Ad Account
আচ্ছা, যদি কোনো কারণে Ad account ডিসেবল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কী?
- পুনরায় নতুন Ad Account তৈরি করা?
- নাকি সম্পূর্ণ নতুন Facebook Account তৈরি করে সেখান থেকে আবার Ad Account তৈরি করা?
কোনটাতে রিস্ক কম?
Graphy তে “How to protect your Facebook Ad Account?” ভিডিওটি কয়েকবার দেখেছি এবং এই উল্লেখিত পয়েন্টটিতে আমি কনফিউশানে আছি। অভিজ্ঞতার আলোকে হনেস্ট আনসার দিলে উপকৃত হবো।
প্রথমত আপনার কাজ হবে এড একাউন্টটি রিকভারি করা যদি আপনি রিকভারি করতে না পারেন তাহলে আপনাকে নেক্সট স্টেপে যেতে হবে প্রথম কাজটাই হবে যে কোন মূল্যে আপনার এড একাউন্ট রিকভারি করা।
আপনি যদি সেম অ্যাকাউন্টে আবার আরেকটি এড একাউন্ট তৈরি করেন সে ক্ষেত্রে সেটাও ডিজেবল হওয়ার সম্ভাবনা থাকবে।এর জন্য আপনার উচিত একটি নতুন একাউন্ট ব্যবহার করা।
আপনার মোবাইল থেকে অ্যাকাউন্ট থাকলে অবশ্যই মোবাইলে রিসেট করে নিতে হবে। ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে উইন্ডোজ দিয়ে নিতে হবে।
পূর্বে আপনি যেই কার্ডটি ইউজ করেছেন ওটাও ইউজ করতে পারবেন না ওঠার পরিবর্তে অন্য একটি কার্ড ইউজ করতে হবে যাতে আপনাকে আইডেন্টিফাই করতে না পারে
এখন বুঝেছি, অনেক ধন্যবাদ।