যদি এখন ডুমেইন, হোস্টিং এবং প্রয়োজনীয় প্লাগইন পাওয়া যেত তাহলে বুটক্যাম্পে দেখানো নিয়ম অনোযায়ী ওয়েবসাইট বানিয়ে তাতে সার্ভার সাইট ট্রাকিং এবং পিক্সেল সেটাপের মত জরুরী বিষয়গুলি অনুশীলন করা যেত। এ ব্যাপারে ফাহমিদ ভাই তথা Stepup এর দৃষ্টি আকর্ষন করছি।
ধন্যবাদ….
ডোমেইন আর হোস্টিং আপনাদের কিনতে হবে। আর পেইড প্লাগিনস গুলো আপনাকে আপনার ওয়েবসাইট সময়মত প্রোভাইড করা হবে, সময় দিয়ে সাহায্য করুন।
ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে.
কিন্তু ফাহমিদ ভাইয়া বুটক্যাম্প বা ওয়ার্কশপ রিলেটেড কোন ভিডিওতে কখনো ডোমেইন হোস্টিং নিজেদের কেনার ব্যাপারে বলেছেন বলে আমার মনে পরছেনা ।বরং তিনিতো সব সময়্ই বলে এসেছেন একটি ওয়েব সাইটের যাবতীয় যা লাগে সব ওয়ার্কশপ থেকে প্রদান করা হবে।
ডোমেইন হোস্টিং প্রোভাইড করবেন এমনটাও বলেননি স্যার। উনি ওয়েবসাইট রিলেটেড প্রিমিয়াম এডনস প্রোভাইড করবেন বলেছেন, যেগুলো খুবই কস্টলি। সেই প্রিমিয়াম এডনস আপনি আপনার ওয়েবসাইটে পাবেন।
ধন্যবাদ
ভুল হলে ক্ষমা করবেন। ফাহমিদ ভাই তার প্রতিটি ভিডিওতেই বলেছেন ওয়ার্কশপে অংশগ্রহনকারী সবাইকেই একটি প্রিমিয়াম মানের ওয়েবসাইট প্রদান করা হবে। ডুমেইন হোস্টিং ছাড়া কি ওয়েবসাইট সম্ভব?
ধন্যবাদ
আমি যতটুকু জানি, ফাহমিদ ভাই বলেছে কিভাবে আমরা প্রোপার ওয়েতে ডোমেইন, হোস্টিং ম্যানেজ করতে পারবো সেটা শিখিয়ে দিবেন। বাট কিনতে হবে নিজেকেই।
ভাইয়া ম্যানেজ করা আর কেনা কি এক জিনিস?
ভাই সাভাবিক ডোমেইন হোস্টিং আপনার কিনতে হবে ইটা এক্সট্রা ভাবে বলার কিসু নাই…আপনার ওয়েবসাইট এর ওনারশিপ আপনার কাছে রাখবেন না ?