১. আমার একটি website আছে যেখানে আমি GPL theme use করতে চাই (বর্তমানে Invest করার মত সামর্থ্য নেই), পরে আমি এটি Original Version এ Update করে নেব। এমনটি করলে পরবর্তীতে Original Version এ Update করার পরও কি কোন Security Issue হবে কি না ? ২. Electronic Accessories এ marketing cost সহ 15 -18% Profit করলে কি business করা যাবে ? (Smart Watch, Headphone, Power Bank, Trimmer, etc). Please পরামর্শ দিবেন ।
Trusted Sources থেকে GPL লাইছেঞ্ছ নিতে হবে।পরবর্তীতে Original Version এ Updateকরলে প্রবলেম হবে না আসা করি