- আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য।StepUp এর পরামর্শদাতা আবদুল্লাহ স্যার আমাকে উনি শুরু থেকে আমাকে যে সাপোর্ট দিয়ে আসছে আশা করা যায় সামনে আরো ভালো কিছু হবে। সবচেয়ে অবাক করা বিষয় ঈদের দিন মানুষ ছুটি কাটায় ওই সময় উনি আমাকে সাপোর্ট দিয়েছেন আমার সাথে অনেক কথা বলেছেন। এবং আমি কোর্সে জয়েন করার আগেই নিজে থেকে একটা বিজনেস করতাম। ওই বিজনেস অনেক বড়সড়ো একটি লস খেয়েছি ওই ব্যাপারে উনার সাথে অনেকক্ষণ যাবত কথা বলে পরামর্শ নিলাম।
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দোয়া করবেন,
Step up টীম যেন এভাবেই আপনাদেরকে সহযোগিতা করতে পারেন।