আমাদের কোর্স এর মেয়াদ টোটাল ৬ মাস করার অনুরোধ করছি।
আমি একজন HSC শিক্ষার্থী, এখন ৩ মাস যদি শিখানো হয়, তাহলে জুলাই মাসে বিজনেস রান করা শুরু করবে, আমার পরিক্ষা ৩০ এ জুন থেকে ৩১ এ জুলাই। যদি জুলাই এ বিজনেস সবার রান করে, আর আমি করতে না পারি তাহলে পিছিয়ে পড়বো আমি। আমি বিজনেস করার জন্য যা যা রেডি রাখার করে রাখছি, এখন শেখানো মত এবং দিক নিদেশনা যেমন যেমন দিবে তাই তেমন তেমন করে বিজনেস রান করবো। দয়া করে আমার কথা চিন্তা করে বিজনেস রান করার সময় পিছানো হোক অথবা কোর্স এর মেয়াদ ১ মাস বাড়ানোর অনুরোধ করছি, দয়া করে কেউ স্যারকে আমার বিষয় জানাবেন।
কোর্সের মেয়াদ বাড়ানোর বিষয় নিয়ে আপাতত কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না । আপনাদের সাথে যা কমিটমেন্ট করা হয়েছে যদি এই সময়ের মধ্যে তা পূরণ করা সম্ভব না হয় তাহলে বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে
আপনার পরীক্ষার জন্য যদি আপনি সময় দিতে না পারেন তাহলে পরীক্ষা যখন শেষ হবে তখন বেশি সময় দিবেন তাহলে আপনি কোর্সের সকল বিষয় ফিলাপ করে নিতে পারবেন। ধন্যবাদ