এখানে অনেকেই প্রশ্ন করে যেগুলোর উত্তর হয়তো অন্য আরেকজন মেম্বারের জানা আছে। আবার অনেকেই আছে যারা ব্যবসার সাথে অনেক আগে থেকেই সম্পৃক্ত এবং তাদের থেকেও অনেক অ্যাডভান্স টেকনিক এবং প্রোডাক্ট সোর্সিং এর বিষয় জানা যেতে পারে। এমন হয়তো অনেক ধরনের সমস্যা আছে যেগুলো সাধারণত নেটওয়ার্কিং এর মাধ্যমে খুব সহজেই সমাধানযোগ্য। যেহেতু আমাদের কমিউনিকেশন প্লাটফর্মটি অনেক বেশি সিকিউর তাই চাইলেও আমরা কারো সাথে যোগাযোগ করতে পারি না এবং নেটওয়ার্কিং এর সুযোগ নেই বললেই চলে। তাই এমন কোন পদ্ধতি কি বের করা যায় যেন আমরা সকলের সাথে কানেক্ট হতে পারি একটা প্লাটফর্ম এর মধ্যে এবং নেটওয়ার্কিং করে নিজেদের মধ্যে ছোট ছোট সমস্যাগুলো সমাধান করে নিতে পারি খুব সহজেই। আমার মনে হয় এই সমস্যাগুলো এখানকার ৮০% মানুষেরই রয়েছে। তাই আমার প্রশ্নটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং খুব সুন্দর একটা সমাধান আশা করছি।
অনেক অনেক ধন্যবাদ।
প্রডাক্ট সোর্স এর জন্য আমরা আপনাদের একটি চ্যানেল করে দিবো, যেহেতু প্রডাক্ট সেল করার আগে লারনিং করা প্রয়োজন তাই আগে Larning Part Complete করানো হবে তারপরত dropshipping সহ আরও অন্যান্য সব কিছু ওপেন করা হবে ইনশাআল্লাহ।