আমরা যেভাবে ভিডিওগুলো পাচ্ছি সেভাবে আমাদের মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে তাই স্টেপ আপ ম্যানেজমেন্ট কে বলছি আমাদের ভিডিওগুলো যেন আরো দ্রুত দেওয়া হয় এবং কার্যক্রম গুলো আরো একটু দ্রুত করানো হয় তাহলে আমাদের মনোযোগ গুলো এখানে থাকবে অযথা আমাদের মনোযোগ গুলো অন্য অন্য কাজে চলে যায় ধন্যবাদ স্টেপ আপ টিম
আসসালামু আলাইকুম , আমরা আপনার মতামতের প্রশংসা করি। চাইলেই ক্লাশ বেশি করে দেওয়া যাবে কিন্ত একসাথে অনেক ক্লাশ দিলে সেইটা একটা সিরিজ দেখার মতো হবে ।আপনারা কোনো কিছু প্র্যাকটিস করতে পারবেন না , শিখতে পারবেন না । এখন বেসিক ক্লাশ যাচ্ছে তাই এমন মনে হচ্ছে ।যখন এডভান্স ক্লাশ দেওয়া হবে তখন আর প্র্যাকটিস করার মতো সমায় থাকবেনা । মনে হবে ক্লাশ অনেক দ্রুত দেওয়া হচ্ছে । ভালোভাবে শিখতে পারবেন না । আপনারা এখানে স্টুডেন্ট শিখতে এসেছেন আপনার জন্য যেইটা ভালো হবে সব কিছু বিবেচনা করে ক্লাশ দেওয়া হবে । ধন্যবাদ