আস্সালামুআলাকুম,
আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।
প্রথমেই ধন্যবাদ দিতে চাই Step Up ও ফাহমিদ আল নাইম স্যারকে, আমাকে ওয়ার্কসপ মেমবার হওয়ার সুযোগ প্রদানে। আর বিশেষ ভাবে মুহাম্মেদ ওমর ফারুক ভাইকে তার আন্তরিক সহযোগিতার জন্য।
১০/০৪/২৪ – ওনার সাথে ডিসকর্ড এ যুক্ত হয়। এরপর আমার কাজের বিভিন্ন ঝামেলা সঙ্গে ঈদ কারনে যোগাযোগ করতে পারি নাই। কিন্তু উনি নিজ থেকেই আমাকে ম্যাসেজ দিয়েছেন যে কোনো সমস্যা বা সাপোর্ট লাগলে জানাতে। যে কোনো সময়, আমি যাতে যোগাযোগ করতে কোনোপ্রকার বিব্রতবোধ না করি। খুবিই ভালো লাগলো।
১১/০৫/২৪ এ উনার সাথে প্রথম কলে কানেক্ট হয়। কুশল বিনিময়ের পরে আমি ওয়ার্কশপে জয়েন করার উদ্দেশ্য জানালাম। আমার বিষয়গুলা উনি শুনে একটি গাইডলাইন ও পরামর্শ দেন।
২২/০৫/২৪ এ উনার সাথে নিস সিলেকশন, ক্যাশ ফ্লো ও বিভিন্ন খুঁটিনাটি বিষয় কিছু কনফিউশন ছিল এ নিয়ে আলোচনা করি। বরাবরের মতোই উনি আগে শুনলেন এবং ফিডব্যাক দিলেন।
২৩/০৫/২৪ এ কারণবশত ব্রাউজারের হিস্টরি ক্লিয়ার করি। ফলে কোর্সে লগইন করতে পারছিলাম না। উনাকে মেসেজ দেই সকাল ১১ টায়, দুপুর ৩ টার মধ্যে উনি সমাধান করে দেন।
যতবারই মেসেজ দিয়েছি, উনি তৎক্ষণাৎ নতুবা খুব স্বল্প সময়ের মধ্যেই রিপ্লাই দিয়েছেন।
মনে হচ্ছে মেসেজটা অনেক বড় হয়ে গেছে। কিন্তু আমার পক্ষ থেকে আমি সল্পতে লিখার চেষ্টা করেছি। আসলে আমার মতে, ভালো কিছু পেলে ওখানে উৎসাহ দেওয়া দরকার। এটা আমি দায়িত্ব বলে মনে করি।
আমি অনেক জায়গায় ডিজিটাল মার্কেটিং নিয়ে কোর্স করেছি। এবং অনেক বছর ধরে বিভিন্ন কোম্পানিতে সেলস বা মার্কেটিং এ কাজ করে আসছি। অনেক কিছু বোঝার স্বল্প ক্ষমতা আছে আরকি।
আর বেশি কথা না বাড়িয়ে উপসংহার টেনে বলতে চাই, মুহাম্মেদ ওমর ফারুক ভাইয়ের সাপোর্ট এবং কমিউনিকেশনে আমি খুবই সন্তুষ্ট।
আশা করছি ভবিষ্যতে উনার কাছ থেকে এবং Step Up এর সকল সাপোর্ট সিস্টেম ও মুহাম্মেদ ওমর ফারুক স্যারের সহযোগিতার মাধ্যমে ভালো কিছু করতে পারবো।
ধন্যবাদ 🙂
অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার মতামতের জন্য।❤️