ব্যক্তিগত একাউন্ট এবং এজেন্সির এড একাউন্ট পার্থক্য টা কি। কেউ বলছে যে ব্যবহার করতে কারণ এতে রেস্ট্রিকশন হয় না যে কোন ব্যান্ড এর পণ্য সেল করা যায়। ব্যক্তিগত একাউন্ট এবং এজেন্সির এড একাউন্ট বেনিফিট কি ? মোট কথা একদম ডিটেইলস জানতে চাই প্লিজ ডিটেইলস জানাবেন। জানার জন্য পোস্ট করা।
আসসালামু আলাইকুম, ব্যাক্তিগত এড একাউন্ট এ আপনার স্পেন্ডিং লিমিট কম থাকে কিন্তুু এজেন্সি এড একাউন্টে লিমিট বেশি থাকে, এজেন্সি এড একাউন্ট যেহেতু ভেরিফাইড থাকে ডিজেবল হওয়ার সম্ভাবনা কম থাকে। ধন্যবাদ।
এজেন্সি এড একাউন্ট নেওয়া কি ঠক হবে?
আর কারা ভালো সার্ভিস প্রোভাইড করে কাইন্ডলি জানাবেন
এজেন্সির অ্যাড অ্যাকাউন্ট সুবিধাগুলো নিম্নরূপ :
1। পেজের ভেরিফায়েড অ্যাড একাউন্ট
2। সকল প্রকার বৈধ বিজ্ঞাপন চালাতে পারবেন
3। একাধিক পেজের বিজ্ঞাপন দেওয়া যায়।
4। নো পলিসি ভায়োলেশন
5। পার্সোনাল অ্যাড একাউন্ট ডলার 50 ডেইলি অথবা 1000 ডলার মাসিক লিমিট কিন্তু এজেন্সির অ্যাড অ্যাকাউন্ট নো লিমিট।
6। এজেন্সির অ্যাড অ্যাকাউন্ট এ খরচ কম
7। পার্সোনাল অ্যাড একাউন্ট ডিজেবল হলে প্রাই ফেসবুক সবকিছু ডিজেবল কেরে দেয়। কিন্তু এজেন্সির অ্যাড একাউন্ট ডিজেবল হলে এজেন্সিটাই ডিজেবল হয়। ব্যক্তিগত কোন সমস্যা হয় না।
এছাড়া আরো অন্যান্য সুবিধা আছে।
thank you so much