আসসালামু আলাইকুম আমার কী একাউন্ট ম্যানাজার রনি ভাই।এতটা আন্তরিকতার সাথে আমার সকল সমস্যার সমাধান করে দেন রনি ভাই। একদম ভিন্নধর্মী চিন্তা ভাবনা।এতটা সম্মান ও কেয়ার করে সাপোর্ট দেওয়া যায়! আমার সকল প্রশ্নের এনসার সাথে সাথেই পাই।এ নিয়ে কখনো আমাকে অপেক্ষা করতে হয়নি।শেষ গতকালকে আমার ডোমেইন দ্বিতীয়বারের মত কিনা হলো।প্রথমবার কিনার পর আমি রিসিভ করতে পারিনি ব্যাক্তিগত কারনে। এটা রনি ভাই শুনার পর আমাকে আস্বস্ত করেছেন। এবং ফাহমিদ ভাইয়ার সাথে এ বিষয়ে অনেকবার কথা বলেছেন। স্টেপআপের সাথে থাকতে পেরে আমি গর্ববোধ করি।অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা জানাই সংশ্লিষ্ট সকলকে।ভালো থাকুন রনি ভাই এর মত ভালো মনের মানুষেরর।ফি আমানিল্লাহ্