প্রিয় Step Up এবং মেনটর ফাহমিদ ভাই,
আমি একজন Step Up এর সদস্য এবং পেশাগত বাবসাই। আপনার একাডেমী থেকে সত্যি বলতে আমি অনেক কিছু শিখেছি যা হয়তো শিখতে আমার অনেক সময় আর অর্থ বায় হতো। আপনার সততা এবং দক্ষতা আমাদের সকলকে এই Digital world এ সফল করবে ইন শাহ্ আল্লাহ্ আমি বিশ্বাস করি।
চলমান বর্তমান অবস্থা সম্পর্কে আমরা সবাই অবগত, এই অবস্থাএ আমরা যারা আমাদের Online business করার primary step গুলো করার action plan এ আছি বিভিন্ন সামাজিক জটিলতার কারণে করতে পারছি না। ফল সরুপ আমরা আমাদের গন্তবে পউছাতে অনেকটা বেগ পেতে হছে। দেশে এই মুহূর্তে কোন আইন, প্রশাসন এবং ব্যাংকিং সুবিধা নেই বললেই চলে। এই অবস্থা কবে নাগাদ স্বাভাবিক হবে সেটা অনুমান করাটাও খুব মুশকিল।
এমতও অবস্থায় প্রিয় মেনটর এর কাছে আমদের। আকুল আবেদন আমাদের সকলের course এর সময়সীমা ১ মাস বাড়িয়ে দিয়ে আমাদের সকলকে সহায়তা করবেন যাতে আমাদের এই digital world এর পথচলা সুন্দর এবং সুগম হয়।
ধন্যবাদ,
কে, এম, আতাউর রহমান।
জি অবশ্যই ইনশাআল্লাহ আপনার আবেদনটি আমরা খুবই গুরুত্বের সাথে দেখব। ইনশাআল্লাহ
সময় বাড়ানো হোক
minimum 2 month
sohomot
মিনিমাম ২ মাস, বেশি হলে ৩ মাস
সময় বাড়ানো হোক
সময় মত আমাদের Course শেষ করার দাবি জানাচ্ছি।
প্রিয় মেন্টরের নিকট আবেদন থাকবে দেশের সার্বিক দিক বিবেচনা- করে যতটা সম্ভব সময় বাড়ায়া দিয়ে ,
আমাদের সকল কে সোহোজুগিতা করবেন।
ইন্টারনেট সমস্যা , ব্যাঙ্কিং সমস্যা ,ডলার সমস্যা সব কিসূ মিলিয়ে কমপক্ষে ৩ মাস সময়ের জন্য আবেদন জানাসসি।
সব কিছু ই আপনার মর্জি।