আসসালামু আলাইকুম, আমার কি অ্যাকাউন্ট ম্যানেজার “আশরাফুল ইসলাম” ভাই এর যতই সুনাম করবো কম হবে, উনার মত সাপোর্টার আর কেউ দেয় কি না সন্দেহ আছে। যখনই উনাকে নখ দি, উনি সাথে সাথে রেসপন্স করে ইভেন ছুটির দিনেও। আজ শুক্রবার হওয়া সত্বেও উনি আমার পিক্সেল সেটআপ করে দিয়েছে অনেক সময় নিয়ে যত্ন সহকারে। আশরাফুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং উনার কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ প্রিয় মেন্টর “ফাহমিদ আল নায়িম “ কে এ রকম একটি সুন্দর প্লাটফর্ম উপহার দেওয়ার জন্য