আসসালামু আলাইকুম।আমি দ্বিতীয় ওয়ার্কশপের একজন মেম্বার। আমার কি একাউন্ট ম্যানেজার অলিউল্লা মৃধা কে জানাই আন্তরিক ধন্যবাদ। যখনই সমস্যায় পড়ি সকল কিছুই উনি সুন্দর করে সমাধান করে দেন। আজকে আমি উনার মাধ্যমে কনটেন্ট কনসালটেন্সির জন্য বিজনেস সাপোর্টে যুক্ত হয়েছি। সেখানে রোখসানা আপু আমার তৈরী করা কনটেন্ট টি দেখেছেন এবং আরো কিভাবে ইমপ্রুভ করা যায় সে বিষয়ে বিস্তারিত বুঝিয়ে বলেছেন। উনাকে জানাই অনেক অনেক কৃতজ্ঞতা। সর্বোপরি প্রিয় মেন্টর ফাহমিদ আল নাইম ভাইয়াকে জন্য থাকলে অনেক অনেক অনেক দোয়া ও ভালোবাসা।
সবাই আমার জন্য দোয়া করবেন যেন এগিয়ে যেতে পারি।
আল্লাহ হাফেজ।
অলাইকুমুস সালাম, আপনার মতামত শেয়ার করার জন্য আপনাকে StepUp Technology Ltd. এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
Emmmm
আমার কী ম্যানেজার অলিউল্লাহ ভাই। ভাইকে নক দেওয়া হয়। কিন্তু কোনো হেল্প নেওয়া হয় নি। ভাই থেকে সাপোর্ট পেলে বাকিটা বলতে পারবো।