গত 2মাসের বেশি সময় ধরে খুব বড় ধরনের একটা সমস্যায় ভুগতেছি।
আমার ফোন ও কম্পিউটার কয়েকদিন পর পর ই হ্যাক হচ্ছে এতে করে আমার সকল আইডির এক্সেস হ্যাকারের হাতে চলে যাচ্ছে। আইডিগুলো রিকভারি করে অনেক খুঁজে দেখলাম আমার পিসি থেকে এই সমস্যা হয়েছে অনেকগুলো ম্যালওয়ার দ্বারা হ্যাকার এই কাজ করেছে। সাথেসাথে আমার পিসি তে নতুন উইন্ডোজ সহ মোবাইল রিসেট করতে বাধ্য হই এর পরেও একই সমস্যা পোহাতে হচ্ছে।
বর্তমানে আমার পিসি তে অফিসিআল উইন্ডোজ দেয়া হয়েছে ও ব্রাওজার হিসেবে ফায়ারফক্স সেটাপ করেছি। নতুন মোবাইল এ আমার আইডি সেটাপ করেছি কিন্তু এর পরেও বার বার হ্যাকিং এর শিকার হয়েছি। আমার সকল আইডিতে 2FA ও গুগল ওথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করি।
নতুন করে সব সেটাপ করেও কোনো সমাধান পাচ্ছি না।
ভাইয়ের একটা ক্লাস আছে ” how to secure your business ” এটা ভালো করে দেখেন। আমার মনে হয় এরপর আর এই সমস্যায় পড়তে হবে না।