আমি একজন স্টুডেন্ট।
একপ্রকার জমানো প্রায় সব টাকা খরচ করেই আপনাদের কোর্সে জয়েন হয়েছি। প্রথম এবং দ্বিতীয় দুই লাইভ প্রোগ্রামেই বারবার বলা হয়েছিল একটা ই-কমার্স ওয়েবসাইট পুরোপুরি রেডি করে দেওয় হবে। এবং বারবার বলা হচ্ছিল Ocean Cloud এর কথা। যদিও StepUp ক্লাউড হোস্টিং কিনে দেবে এমনটাও বলে নি এটা সত্য। কিন্তু ওয়েবসাইটের বাইে যে ক্লাউড হোস্টিং কিনতে হবে এ বেপারটাও কখনো স্পষ্ট করা হয় নি।
যা ই হোক, হয়তো ভুল বোঝাবুঝি ই ছিল।
এখন আমার বেপার হচ্ছে আমার পক্ষে ক্লাউড হোস্টিং ম্যানজে করা পসিবল নাহ এই মুহুর্তে।
তো ক্লাউড হোস্টিং এর বাইরে যদি ভিন্ন কোনো প্রতিষ্ঠান বিশেষ করে, Hostinger এর হোস্টিং প্লান কিনে নি তো ওইটা থেকে ওয়েবসাইট রান করতে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে?
আর ডোমেইন হোস্টিং কেনার কতোদিন পরে ওয়েবসাইট এক্সেস পাওয়া যাবে?
ম্যানেজমেন্ট এর দিক দিয়ে কি ইস্যু ফেস করবেন তা ইস্যু ক্রিয়েট হওয়ার আগে প্রেডিক্ট করে বলা মুশকিল।
ডোমেইন হোস্টিং কেনার ঠিক কদিন পর পাবেন তা বলা যাচ্ছে না, একটি আনুমানিক সময় আপনার সাপোর্ট এক্সিকিউটিভ হতে পাবেন। সেই সময়ের আগে কিঙ্গবা পরে হতে পারে।