এটা নিয়ে অনেক দিন বলবো বলবো করে বলা হয় নাই। আজ একজন ভাই এর পোস্ট দেখে মনে পরল। আমাদের জাদের মটামুটি budget লাখ খানেক এর মত বা তার ও বেসি এরা ও আমার মনে হয় এক বারে দেওয়া পছন্দ করবে না। কারন বেবসায় আর অনেক খরচ হবে। আখন ও আমাদের তেমন কিছু দার হয় নাই। সেই কারনে আমি ও মনে করি ইনস্টলমেন্ট এর বেবস্থা করা হোক। ধরেন মাস এ ৩০০০ বা ৪০০০।
ডিজিটাল ঔশনের হোস্টিং পেমেন্ট সিস্টেমে কিছু জটিলতা রয়েছে। এই ওয়ার্কশপে ম্যাক্সিমাম মেম্বারকে ক্লাউড হোস্টিং এর সুবিধা দেওয়া হচ্ছে। যেহেতু পেমেন্ট সিস্টেমে কিছু জটিলতা রয়েছে। তাই জটিলতা এড়াতে আমরা পুরো এক বছরে হোস্টিং খরচ নিচ্ছি। ক্লাউড হোস্টিং ম্যানেজমেন্ট অনেক জটিল একটি বিষয়। যার ফলে পুরো এক বছরের মেনটেনেন্স এর দায়িত্ব আমরা গ্রহণ করছি। মেনটেনেন্সের জন্য এই ওয়ার্কশপ মেম্বারদের কোন টাকা পে করতে হবে না। শুধু এক বছরে হোস্টিং খরচ পে করলেই হবে।