অনেক আগে ওয়ার্কশপের শুরুর দিকে ফাহমিদ ভাই বলেছিলেন আমরা যেন ভালো মতো Learning শেষ করে বিজনেস শুরু করি। যেহেতু আমি এই দিক থেকে নতুন আমি Learning Session এ আছি। আমার মতো আরও অনেকেই হয়তো এখানে আছেন, যারা শিখছেন, এখনও বিজনেস শুরু করেন নি।
ঐদিন লাইভে ভাই বলেছিলেন এক সপ্তাহের মধ্যে ওয়েবসাইটের এক্সেস দেওয়া হবে যদি হোস্টিংয়ের ব্যাপারটা ম্যানেজ করা হয়, এজন্যে ভাইয়া বলেছিলেন ১২০০০ টাকা লাগবে এক বছরের হোস্টিং নিতে, যেটা অবশ্যই ঠিক আছে, যারা বিজনেস করছেন তারা হয়তো এগুলো ম্যানেজ করেও ফেলেছেন অলরেডি।
কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমরা যারা নতুন আছি, আমাদের তো বাজেট নেই বললেও চলে, তাহলে আমাদের কি করা উচিত? সামনে কুরবানির ঈদ, টাকাও ম্যানেজ করা পসিবল হবে না। এবং যেহেতু আমরা এখনও বিজনেস শুরু করিনি। আমরা এখন ওয়েবসাইটের এক্সেস নিয়ে কি করতে পারব?
যারা বিজনেস করছেন তাদের জন্যে হয়তো হোস্টিংয়ের টাকাটা ম্যানেজ করা ব্যাপার না। কিন্তু আমরা অনেকেই আছি যাদের ১টাকারও ইনকাম নেই। অনেক দুশ্চিন্তায় আছি এসব কিছু নিয়ে। আমার প্রশ্নটা আসলে কি হওয়া উচিত এটাও আমি বুঝতে পারছি না।
আমি এবং আমার মতো আমরা যারা আছি, আমাদের এই মূহুর্তে কি করা উচিত? বা আমরা বিজনেস শুরু করার পরে যদি হোস্টিংয়ের টাকা ম্যানেজ করতে পারি, তখন যদি আমরা ওয়ার্কশপের মেম্বার নাও থাকি? তখন কি আমাদের ওয়েবসাইট ডেভেলপ করে দেওয়া হবে? বা আমরা কি ঐ ফেসিলিটিটা পাব?
আমার কোনো কথায় ভূলত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আমার প্রশ্নের উত্তরটা পাব। ধন্যবাদ।
আমারও একই প্রশ্ন, আমরা যারা এখনো শিখছি, বিজনেস শুরু করিনি তাদের ক্ষেত্রে কখন ওয়েবসাইট নেওয়াটা ভালো হবে এবং পরে সে সুযোগ থাকবে কিনা। আর যারা জব করবে তাদের তো এখন ওয়েবসাইট দরকার নেই তার যদি পরে কোন সময় বিজনেস শুরু করে তখন ওয়েবসাইট পাবে কিনা।
আমার ও একই কথা ,
স্যার আপনার প্রশ্নটি আমরা খুবই মনোযোগের সাথে পড়েছি। যদি আপনারা আপনাদের সাপোর্ট এক্সিকিউটিভ এর সাথে যোগাযোগ করেন, তাহলে তারা আপনাদেরকে বিষয়গুলো একদম সুস্পষ্টভাবে বুঝিয়ে দেবে। ইনশাআল্লাহ
ভাই আমার ও একই প্রশ্ন step up থেকে উত্তরটা চাই