ধন্যবাদ স্টেপ আপ টিমকে। অতি যত্ন সহকারে আমার ওয়েবসাইট বুঝিয়ে দেওয়ার জন্য। তার পাশাপাশি ধন্যবাদ দিতে চাই কোরবান আলী ভাইকে। আর আমি কিছু আমার মনের কথা শেয়ার করবো এখানে আমি যা বুঝতে পারলাম এর আগে বিভিন্ন জায়গায় দেখতাম ওয়েবসাইট নিতে গেলে কত রকমের পেরেশানি তারপরে প্রাইজও বেশি সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে স্টেপ আপ একটা ট্রাস্টেড এজেন্সি কথায় কাজে তাদের মিল পেয়েছি। সবশেষে ধন্যবাদ দিতে চাই ফাহমিদ আল নাঈম ভাইকে। উনি না থাকলে হয়তো আমি একজন মেয়ে মানুষ হয়ে এত বড় সাহস করতাম না।আর অনলাইন বিজনেসেও আসতাম না।এখন মনে হচ্ছে অনেক দূর যেতে পারবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য। সফলতার গল্প নিয়ে একদিন হাজির হব স্টেপ আপের ক্যামেরার সামনে।
আসসালামু আলাইকুম, আপনার মতামত শেয়ার করার জন্য আপনাকে StepUp Technology Ltd. এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।