আসাসলামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, অসংখ্য ধন্যবাদ স্টেপআপ এর ফাহমিদ ভাইকে এতো সুন্দর সিস্টেমেটিক প্রগ্রাম ও ডেডিকেটেড টিম পরিচালনা করার জন্য , বিশেষভাবে আমার সাপোর্ট ম্যানেজার ফরিদ উদ্দিন ভাইকে । কারণ তিনি আমার ব্যস্ততার ও অপারগতার কথা চিন্তা করে আমার সুবিধা অনুযায়ী সময়ে উনার অফিস টাইমের বাহিরে যখন রাত 11:30 এর সময় আমাকে সাপোর্ট দেন , তখন আমি যে ভাবেই উনার প্রসংশা করি না কেন তা নিতান্তই কম হবে! এক কথায় স্টেপআপের সাপোর্ট অসাধারণ! আমি শুধু খুশিই না বরং এর আগে এরকম সাপোর্ট টিম কেউ বানিয়েছে কিনা বা দিয়েছে কিনা আমার জানা নাই।
Sir, it’s my pleasure.