প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখানোর একমাত্র ব্যাক্তিত্ব “ফাহমিদ আল নাঈম” ভাইয়াকে।এবং স্বপ্ন অনুযায়ী লক্ষ্যে পৌঁছাতে প্রতিটি স্টেপে হেল্প করার জন্য ধন্যবাদ আমার keyএকাউন্ট ম্যানেজার “আবদুল্লাহ” ভাইয়াকে।
আমি ডিজিটাল মার্কেটিং এর শূন্য জ্ঞান থেকে স্টেপআপকে সাথে নিয়ে এই প্রথম আমার প্রোডাক্ট এর ২৫ ইউনিট অর্ডার এবং প্রায় ডেলিভারি কমপ্লিট করেছি।
এই জার্নিতে বহুবার মনে ভেঙ্গেছে,বার বার মনে হচ্ছিলো আমার দ্বারা হবে না।কিন্তু প্রতিবার মনে সহস এবং ভরসা পেয়েছি key একাউন্ট ম্যানেজার “আবদুল্লাহ” ভাইয়ার কথায়।উনি বলতো লেগে থাকেন একদিন পারবেন।উনি বিভিন্ন কথায় আমাকে বুঝাতেন হাঁটা শিখতে প্রথম প্রথম হোচট খেতে হয়।একটা সময় আসবে হোছট খেতে খেতে দৌড়ানো শিখে গেছেন।২৫ টা ইউনিট সেল করে বুঝতে পারলাম আমি ডিজিটাল মার্কেটিংয়ে শুয়ে থাকা থেকে হামাগুড়ি দিতে শিখে গেছি।ইনশাআল্লাহ “স্টেপআপ”এবং “আবদুল্লাহ” ভাইয়ের হাত ধরে চলতে থাকলে একদিন ডিজিটাল মার্কেটিংয়ে দৌড়ানো শিখে যাবো।
শুভকামনা ও অভিনন্দন আপনাকে, কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন?
শুভকামনা ও অভিনন্দন আপনাকে, কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন?