আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।আমার সাপোর্ট এক্সিকিউটিভ ছিলেন আজাদ ভাই।বর্তমানে আমি আমার সাপোর্ট এক্সেকিউটিভ হিসেবে পেয়েছি সাহিদা রহমান আপুকে।আপুর সাপোর্টের কথা বলে শেষ করতে পারবো না। উনি অনেক আন্তরিক একজন মানুষ।যখনই উনার কাছে কিছু বলেছি, সাথে সাথেই রেসপন্স করেন। এবং কল দিয়ে সমাধান করে দেন।ওনার অফিস টাইমের বাইরেও উনি আমাকে সাপোর্ট দিয়ে যান। সাহিদা রহমান আপু নিজের আপন মানুষ হিসেবে আমাকে গাইডলাইন দিয়ে যাচ্ছেন। আসলে Step Up এমন একটা সাপোর্ট সিস্টেম তৈরি করেছে যেটা বাংলাদেশের কোথাও পাওয়া যাবে বলে আমার মনে হয় না। ধন্যবাদ ফাহমিদ ভাইকে এমন একটা সাপোর্ট সিস্টেম তৈরি করার জন্য। আমি আবারো ধন্যবাদ জানাবো সাহিদা রহমান আপুকে এবং Step Up এর সকল স্টাফকে।