আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, যে আমার কী একাউন্ট ম্যানেজার আশরাফুল ইসলাম কে আমার পথ চলাই বড় ভাই হিসেবে পেয়েছি। কাজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, যেকোনো সময় নক দিয়েছি দিন আর রাত নেই সারা পেয়েছি, ভাই আপনাকে কোব ঝালিয়েছি, রাত ২ টা ৩ টা নেই আপনাকে কল দিয়ে পেয়েছি, এবং ছোট ভাই হিসেবে আরও ঝালাবো বির্কত করবো, বাকী টা সময় এই ভাবে পাশে থেকে সহ যোগিতা করে যাবেন এই আশায় করি,
আল্লাহ আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করুক।
আসসালামু আলাইকুম, আপনার মতামত শেয়ার করার জন্য আপনাকে StepUp Technology Ltd. এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।