আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হাজার কোটি গুণ শুকরিয়া, যে আমার এই পথ চলায় আপনার মতো ভালো একজন মানুষ পেয়েছি, আপনার কথা যতই বলি কম হয়ে যাবে।
একসময় আমি প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম যে আমাকে দিয়ে এইগুলা হবে না, তার পরেই Ashraful Islam_Stepup ভাই এর সাথে কথা, ভাই কে যেকোনো সময় নক করছি কোব আন্তরিকতার সাথে সারা দিয়েছেন, এর পর থেকে ভাই এর কাছথেকে অনেক সাপোর্ট পাইছি, আমার কার্ড না থাকাতে Ashraful Islam ভাই এর সাহায্যে, ডোমেইন, হোস্টিং, পারচেস থেকে শুরু করে অনেক পরামর্শ পাইছি, আশাকরি বাকি টা সময় এইভাবেই পাশে থেকে সাহস দিয়ে যাবেন ভাই,❤️ আল্লাহ আপনার নেক হায়াত দান করুক।