StepUp এর সাপোর্ট সার্ভিস কতটা শক্তিশালী ও কতটা অন্তরিক আমার এই ২/৩ লাইনের পোস্ট টা পড়লেই জানতে পারবেন।
আমিই মনে হয় ১ম মেম্বার যিনি একদিনে ২ বার সাপোর্ট নিয়েছি। আমিই মনে এখন পযন্ত সবচেয়ে বেশি সাপোর্ট নিয়েছি। এবং এতবার সাপোর্ট নিয়েছি যে আমার সংখ্যা টা মনেও নেই। কিন্তু এতোবার সাপোর্ট নেওয়ার পরও StepUp এর ভাই ও বোনদের এতটুকু অন্তরিকতার কোন কমতি ছিল না। বিশেষ করে আমার সাপোর্ট এক্সিকিউটিভ আজাদ ভাই কে ধন্যবাদ। এবং আরও যে ভাই ও বোন বিশেষ করে কোরবান ভাই,মোশাররফ, পার্থ ভাই এবং মিম আপু সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না শুধু তাদের জন্য মন থেকে দোয়া করবো তাদের যেন সৃষ্টিকর্তা সব সময় সুস্থ রাখেন।
ধন্যবাদ