আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই ফাহমিদ আল নাইম স্যারকে কারণ আমার জন্য এত ভাল একজন (মাহমুদুল হাসান স্যারকে) সাপোর্ট এক্সিকিউটিভ হিসেবে এসাইন করার জন্য।আমি তাকে যখনই নক দেই উনি যতদ্রুত সম্ভব আমাকে রিপ্লাই দেয়।প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে দেয়।বিশেষ করে আজকে প্রায় দীর্ঘ ৩০ মিনিট সময় ধরে আমাকে ফোন কলে সময় দিয়েছেন।আমার অনেক প্রশ্ন ধৈর্য ধরে শুনেছেন এবং খুবই চমৎকার ভাবে উত্তর দিয়েছেন।আশা করি ভালো কিছু হবে।আমি তার কথায় খুবই সন্তুষ্ট।অনেক অনেক ধন্যবাদ জানাই এভাবে সাপোর্ট দেওয়ার জন্য।