আমার কি অ্যাকাউন্ট ম্যানেজার রাসেল ভাই উনি একজন খুব আন্তরিক মানুশ,আমি প্রথমে অনেক দিন তাকে কোন নক দেইনি তাই উনি নিজে থেকে আমাকে নক দিয়ে আমার কোন প্রকার সমস্যা আছে কিনা সেই বিষয়ে খোজ নিয়েছে। এবং উনি আমাকে আমার প্রয়জনে যেকোনো সময়ে নক দিতে বলছে।আমার নিশ সিলেকশন এর ব্যাপারে প্রায় আধা ঘণ্টার উপরে অনেক পরামর্শ নিয়েছি। আমি আশা করি সামনে আরও ভালো সাপোর্ট পাবো টেকনিকাল প্রবলেম এর ক্ষেত্রে । এই সবের জন্য আমার মন থেকে ফাহমিদ ভাই ও তার সকল টিমের প্রতি আমার আন্তরিক ভালাবাসা । আশা করি ভালো কিছু করার অপেক্ষায় আমরা, ইনশাআল্লাহ
আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন স্টেপআপ টিম যেন এভাবেই আপনাদের পাশে থাকতে পারে।