আলহামদুলিল্লাহ Step Up এর সাপোর্ট নিয়ে কিছু বলা দরকার।
আমার এখন সাপোর্ট এক্সিকিউটিভ ভাই সৌরভ ভাই। আমার প্রথমে সাপোর্ট এক্সিকিউটিভ ছিল আজাদ ভাই এরপর আজাদ ভাই চাকরি ছেড়ে দেওয়ার পর আমার সাপোর্ট এক্সিকিউটিভ এর দায়িত্ব পেলেন এক আপু। আমার আপুদের সাথে কাজ করতে একটু নিজেকে অন-ইজি লাগে এটা বলার সাথে সাথেই আবারও আমাকে StepUp থেকে সৌরভ ভাই কে দায়িত্ব দেয় এবং আলহামদুলিল্লাহ এই সৌরভ ভাই নিজের অফিসের টাইম শেষ হওয়ার পরও আমাকে অনেক অনেক বেশি সময় দিয়ে আমার সমস্যা সমাধান করে দিয়েছেন। StepUp পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া এবং বিশেষ করে সৌরভ ভাই এর জন্য দোয়া আল্লাহ ওনাকে সব সময় সুস্থ রাখুক। তাহলে আমার মতো অনেক মেম্বারের অনেক বেশি উপকার হবে।