আসসালামু আলাইকুম।
সার্ভিস নিয়ে যারা কাজ করবে বা করছে, ওয়ার্কশপ থেকে নতুন কিছু শেখার পর সেটা যদি ক্লায়েন্টের ক্ষেত্রে এপ্লাই করতে গিয়ে কোনো সমস্যা ফেস করে বা কোনো ধরণের সাজেশন দরকার হয়, সেক্ষেত্রে কিভাবে সাপোর্ট পাবে?
রুলস এ বলা আছে, পরিচিত কারো জন্য বা ক্লায়েন্টের জন্য সাপোর্ট নেওয়া যাবে না। কিন্তু ওয়ার্কশপ থেকে নতুন যা শিখবো, সেসব ক্লায়েন্টের ক্ষেত্রে এপ্লাই করার সময় প্রব্লেম ফেস করলে কিভাবে সল্যুশন করবো? বা কোনো সাজেশন বা গাইডলাইন দরকার হলে কিভাবে পাবো? কারণ, আসল তো প্র্যাক্টিক্যাল কাজের ক্ষেত্রটা, সেক্ষেত্রে রিয়েল টাইম গাইডলাইন বা সাপোর্ট তো উপকার হতো যারা সার্ভিস নিয়ে কাজ করবে তাদের জন্য।
বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ।
আপনি যেকোন বিষয়ের উপরেই সার্ভিস দিলে অবশ্যই আপনাকে সে বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে হবে ।দক্ষতা ছাড়া আপনি যদি মার্কেটে নামেন তাহলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না ।
দক্ষতা অর্জন করার জন্য আপনি যে সার্ভিস দিবেন তা প্র্যাকটিক্যালি ব্যবহার করবেন, ব্যবহার করলে আপনার ক্লায়েন্টের যে সমস্যাগুলো হতে পারে সেই সমস্যাগুলো আপনি ফেস করবেন ।সেগুলো সমাধান করবেন ,কোন সমস্যা প্রয়োজন হলে আমাদের থেকে সাপোর্ট নিতে পারবেন তখন।
আগে আপনার নিজেকে সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত করতে হবে তারপর আপনি সাপোর্ট দিবেন
ভাই, যদি মেটা মার্কেটিং এর সার্ভিস এর কথা ধরে নি, সেক্ষেত্রে কিভাবে প্র্যাকটিস করবো? এখানে তো ফ্রি প্র্যাকটিসের অপশন নাই, কারো না কারো কাজ করতে গিয়েই তো প্র্যাকটিস হবে বা সমস্যা দেখা দিতে পারে, এক্ষেত্রে সমাধান?
তাছাড়া এজেন্সি ত একটা বিজনেস। ওনাদের রোলে ত আছে যে বিজনেসে কনোপ্রকার হেল্প লাগলে স্টেপআপ থেকে হেল্প করবে। প্রেক্টিকেল কাজ করতে গেলে অবশ্যই আমরা সমস্যাই পড়ব। আসা করি বিষইটি ফাহমিদ ভাই বিবেচনা করবে। ধন্যবাদ।