আসসালামুয়ালাইকুম সবাইকে
অসংখ্য ধন্যবাদ #Stepup teamকে অসংখ্য ধন্যবাদ #ফাহমিদ আল নাইম ভাইকে অসংখ্য ধন্যবাদ সত্যি তিনি একজন বড় মনের মানুষ তানাহলে আমার মতো এক অতি নগন্য মানুষ কে ওআর্কসপে যায়গা করে দেওয়ার জন্য আরও যাদের কথা না বল্লেই নয় তারা আমার পথম সাপর্টএক্সিকউটর#আবুল কালাম আজাদ ভাই উনার ব্যক্তিগত কিছু সমস্যার কারনে উনার পরির্বতে এখন আমার সাপোর্ট এক্সিকিউটর #শাহিদা রহমান আপু তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ ঈদের আগে আমার ডোমেইন ও হোসটিং কেনা ছিল আপুকে বললে আপু ডোমেন এবং হোস্টিং ডিজিটাল ওসান এর মাধ্যমে জুম এর মাধ্যমে লাইভে এসে নিজে কানেক্ট করে দেয় কিছুদিন আগে আমার মেইলে ওয়েবসাইটের কিছু ফিচার আমাকে বাছাই করতে বলে আমি বাছাই করে দিলে আমার ওয়েবসাইট কমপ্লিট করে আমাকে জমে লাইভে এসে আমার ওয়েবসাইট দেখায় আলহামদুলিল্লাহ দুইদিন দিন পর আজকে আমার ওয়েবসাইট আমাকে হ্যান্ডওভার করে।#stepup team ধন্যবাদ #শাহিদা রহমান আপুকে এবং #ফাহমিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ।