আমি “StepUp” এর গোটা টিমের প্রতি কৃতজ্ঞ। আমি আমার চাওয়ার থেকেও বেশি পেয়েছি আপনাদের কাছে। বিশেষ করে আমার সাপোর্ট এক্সিকিউটিভ “Rony Talukder” ভাইয়ের আন্তরিকতায় আমি মুগ্ধ। সে দিন কিংবা রাত, অন ডে কিংবা অফ ডে সকল সময় আমাকে সাপোর্ট দিয়েছেন। আপনাদের সার্ভিস আমার প্রচন্ড ভালো লেগেছে। আমি আমার জীবনে চলার পথে আপনাদের সব সময় পাশে চাই।
পরিশেষে বলতে চাই “Fahmid Al Nayem” ভাই আপনি সত্যিই আমাকে নতুন পথ দেখিয়েছেন। আমি আপনার হাত ধরে সেই পথেই বহুদূর হাঁটতে চাই। ভালোবাসা এবং শুভকামনা রইলো আপনার এবং আপনার পরিবারের জন্য ❤