- আসসালামু আলাইকুম।
কি একাউন্ট ম্যানেজার, ফরিদ ভাইয়ের সাহায্যে দুইবার যুম সাপোর্ট নিয়েছি, ‘বিজনেস কন্সালটেন্সি’ ও ‘মেটা এড সাপোর্টের’। সাপোর্ট নিয়ে সেটিস্ফাইড, আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন পেয়েছি, এবং অগ্রেসর হতে থাকলে ভবিষ্যতেও পাবো ইনশা আল্লাহ।
কোর্স কন্টেন্ট স্লো আপলোড দেওয়ার ব্যাপারে চিন্তিত ছিলাম এই কারণে যে অনেক সময় চলে গিয়েছে, কিন্তু বেশি আগাতে পারি নাই, প্রয়োজনের সময় সাপোর্ট পাওার ব্যাপারে আমরা অনেক ওয়ার্কশপ মেম্বার ই চিন্তিত, আশা করি প্রয়োজনে সাপোর্ট টাইম বাড়ানোর ব্যাপারে ফাহমিদ ভাই বিবেচনা করে দেখবেন।
এখন যেভাবে কোর্স আপলোড হচ্ছে, সেভাবে হতে থাকলে ইনশা আল্লাহ দ্রুতই ভালো কিছু হবে।
Our Respected Sir, may Allah ease the way of our business.