আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাহ্।
আমি, M.Aminul Islam একজন লাকি মেম্বার Stepup পরিবারের।
প্রথমতঃ এ রকম একটি আয়োজন এর সন্ধান গত ২ বছর করে এসছি, আলহামদুলিল্লাহ, Stepup এর মাধ্যমে আল্লাহ এই স্বপ্নের প্রথম দরজা খুলে দেন। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত শুকরিয়া, আশাবাদী স্বপ্ন পূরণের। আমি বিশেষ ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের মেন্টর Fahmid al Nayeem ভাইকে।
এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য কৃতজ্ঞতা, আমার সার্বক্ষণিক পরামর্শক Sohanur rahman sohan ভাই এর।
আমি যখনই বিপদে পরি এই বান্দা হাজির। আরও কৃতজ্ঞতা যারা আমার এই জার্নির সাথে জড়িত সকল মেন্টর ও সহযোগিদের প্রতি।
মোটা দাগে আমার সাপোর্ট নিয়ে কোনো অভিযোগ নেই।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মুল্যবান মতামত শেয়ার করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য। আশাকরি ভালো কিছু হবে ইনশাআল্লাহ।