সাপোর্ট এক্সেকিউটিব রাসেল ভাই একজন ভালো হেল্পফুল মানুষ, মাশাআল্লাহ । এ পর্যন্ত যতবার নক দেয়া হয়েছে ততবারই সাথে সাথেই আমাকে রেসপন্স করেছে এবং সুন্দর পরামর্শ দিয়েছেন। গতকাল রাতেও উনি আমাকে কল দিয়ে জানতে চেয়েছেন আমার সমস্যা সমাধান হয়েছে কিনা ।
পাশাপাশি স্টেপআপের বিজনেজ কনসালটেন্সিতে যারা আছেন তারা প্রত্যেকেই খুবই অভিজ্ঞতা সম্পন্ন। আমার নিশ রিলেটেড কিছু সমস্যা ছিল এটি খুবই বিচক্ষতনতার সাথে সমাধান করে দিয়েছেন । তাছাড়াও অন্যান্য বিজনেস রিলেটেড পরামর্শের জন্য উনারা আমাকে ভালো গাইডলাইন দিয়েছেন।
এক কথায় সাপোর্ট এক্সেকিউটিব এবং স্টেপআপ বিজনেজ কনসালটেন্সি সাপোর্ট নিয়ে আমি খুবই সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ।
অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন স্টেপআপ টিম যেন এভাবেই আপনাদের পাশে থাকতে পারে।