আসসালামু আলাইকুম,
ল্যাপটপ windows দেওয়ার কারণে আর লগিন করতে পারছিলাম না। বিষয়টা ফরিদ উদ্দিন Stepup ভাইকে জানালে তিনি তার সমাধান করে দেন এবং সেখানেই শেষ নয় ফরিদ উদ্দিন Stepup ভাই আজকে নিজে থেকে জুমে এসে ওয়েবসাইট কিভাবে সুরক্ষিত রাখা যায় তা দেখিয়ে Active করিয়ে দেন। আলহামদুলিল্লাহ আমি ভাইয়ের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি । আরো একটা বিষয় Stepup Team এবং বিশেষ করে Fahmid Al Nayem ভাইকে অনুরোধ করবো আমাদের সাপোর্ট সিস্টেম টা বাড়ানো হোক কারণ এখন আমরা লার্নিংয়ের মাঝে আছি বাস্তবে যখন কাজ করবো Practically তখন অনেক বেশি সমস্যার সম্মুখীন হবো তখন এই সাপোর্ট অনেক বেশি প্রয়োজন হবে।
আশা করছি Stepup team বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখবেন।
ধন্যবাদ
Our Dignified Sir, may your journey with us be long and prosperous.