আমি ডিজিটাল সার্ভিস নিয়ে কাজ করতে চাই কিন্তু,কিছুদিন হলো অনেক ডিপ্রেশনে ছিলাম,এমন অবস্থায় এসএমএস করি Hemel ভাইকে , ভাই পড়ে ফোন করেন আমায় খুবই আন্তরিক অসাধারন একজন মানুষ ।
ভাইয়া আপনার সাথে ফোনে কথা বলার সময় আমার একটু ও মনে হয়নি আমি কোন সাপোর্ট টিমের সাথে কথা বলছি বা আমার কে অ্যাকান্ট ম্যানেজার সাথে। আমার মনে হয়েছে আমি আমার আপন ভাইয়ের সাথে কথা বলছি। আমি ভুল পথে হাঁটছিলাম আমাকে সুন্দর সঠিক গাইডলাইন দিয়ে আন্তরিকভাবে অনুপ্রেরণা জুগিয়েছেন, ধন্যবাদ জানিয়ে ছোট করতে চায় না,
অনেক শুভকামনা Stepup টিমের সকল মেম্বারদের আপনারা আমাদের অনেক অনুপ্রেরণা জুগিয়েছেন ,আপনারা আমাদের সফলতার জন্য অনেক ডেডিকেটেড আমরা আপনাদেরকে নিরাশ করবো না আমরাও একদিন সফলতা উপহার দিব ইনশাআল্লাহ
insa allah
insa allah