এখানে আমরা যারা শিখতে এসেছি তাদের অনেকেই কিছু বিষয় নিয়ে বেশ চিন্তিত। যেমন ক্লাস ভিডিও কেন বিলম্ব করে আপলোড করছে। কেন একটা টপিক নিয়ে ভিডিও দেয়ার পর অন্য টপিক নিয়ে ভিডিও আপলোড দিচ্ছে। অনেকের আবার প্রশ্ন হল তিন মাস শেষ হল আর মাত্র কিছু দিন আমরা সাপোর্ট পাব। যেসময় আমাদের সাপোর্ট দরকার সে সময় কি তাহলে সাপোর্টের ফ্যাসিলিটি থাকবে না। এ ছাড়া ও আরও অনেক বিষয়ে আমাদের অনেকের দ্বিধা দন্দ আছে।
দেখুন আমরা যারা বুট ক্যাম্পের ভিডিও গুলো দেখে ফাহমিদ স্যার কে চিনেছি। আমরা অনেক কনফিডেন্স নিয়ে তাঁকে যথা যথ সম্মানের সাথে একটা ওয়ার্কশপ করার জন্য এখানে একত্রিত হয়েছি। দেখুন ধৈর্য একটা অনেক বড় বিষয়। যদি আপনি ধৈর্যের সাথে এই কমিউনিটিতে থাকতে পারেন আমি একজন সাধারন ফাহমিদ স্যারের ছাত্র হিসেবে বলতে পারি আমরা কেউ ঠকব না এখানে।
আমরা এখানে মোটামুটি সবাই শিক্ষিত। স্কুল কলেজে কিভাবে পড়ায় একবার ভাবুন তো। তারা কি পদার্থ বিজ্ঞান কোর্স শেষ করে রসায়ন কোর্স শুরু করে আবার তা সম্পন্ন করে জীববিদ্যা ধরে। সব সাবজেক্ট একই সাথে শেখান হয়। আর আমরা এখানে ডিজিটাল মার্কেটিং শিখতে আসছি এখানে একটা কথা মনে রাখতে হবে সেটা হল এখানে যা কিছুই আপনি সিখুন না কেন আপনাকে অবশ্যই ইউটিউব বা গুগলের সাহায্য নিয়ে সে বিষয়ে একটু জ্ঞান আহরণের চেষ্টা করতে হবে। দেখুন ফাহমিদ স্যার আমাদের জন্য সাপোর্ট সিস্টেম রেখেছে। আপনারা আপনাদের যেকোন কৌতূহল মেটানোর জন্য বা যে কোন সমস্যার সমাধানের জন্য তারা সর্বদা প্রস্তুত। সবাই যদি একটু নিজেকে প্রশ্ন করি আমরা তাদের কাছে কতটা যৌক্তিক সাহায্য চেয়েছি। এটা নিজেদেরকে একটু প্রশ্ন করুন। আমি ব্যক্তিগত ভাবে আমার সাপোর্ট এক্সিকিউটিভ আরিফুল স্যারের আন্তরিকতায় মুগ্ধ। আশা করি পুরো স্টেপ আপ টিম এরকম আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করছে এবং ভবিস্যতেও করবে। আর সব কিছু এখান থেকে আপনি শিখবেন এটা কিন্তু হতে পারে না। আপনার আগ্রহ থাকলে আপনি তা নানা উৎস থেকেই এচিভ করতে পারবেন।
স্টেপ আপ আপনাকে সঠিক দিক নির্দেশনা দেবে। আপনি তা যথা যথ ভাবে পালন করবেন এটাই আপনার আমার সকলের প্রত্যাশা থাকা জরুরি। যেখানেই অভাব বোধ করবেন সাপোর্ট সিস্টেম তো আছে ই।
অন্যদিকে স্টেপ আপের মূল ভরসার প্রতীক আমাদের সকলের কাছে সম্মানিত ব্যক্তি ফাহমিদ স্যারের প্রতি একটা অনুরোধ তা হল আপনার সৎ কর্মের পুরোটা আমরা সকলেই দেখার জন্য প্রতিক্ষায় আছি। আমার কথায় কোন ভুল থাকলে ক্ষমা প্রার্থী। আমি জানি অনেকেই হয়তবা আমার কথাকে ভাল ভাবে নেবেন না। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমাদেরকে অবশ্যই ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে। সাথে ইচ্ছেশক্তি প্রখর করতে হবে। চোখ কান খোলা রাখতে হবে, কার ও উপর নির্ভর না করে নিজ ইচ্ছায় সকল উৎস থেকে জ্ঞান অর্জন করতে হবে। আর আমাদের উপর স্টেপ আপের তথা ফাহমিদ স্যারের বিরাট সাহায্যের জায়গা তো আছেই। ফাহমিদ স্যার, আপনি এগিয়ে যান আমাদেরকে সাথে নিয়ে । আল্লাহ্ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন।