আসসালামু আলাইকুম । লাস্ট বুটক্যাম্পের ৬ নাম্বার বা সাত নাম্বার ভিডিওতে বলা হয়েছিল যে সকাল ১০ টা থেকে রাত দশটা পর্যন্ত লাইভ জুম সাপোর্ট চলে প্রথম ওয়ার্কশপে যারা আছে তাদের জন্য। তো এই লাইভ সাপোর্টটা আমাদের জন্য কবে থেকে শুরু হবে । বা এই সম্পর্কে যদি বিস্তারিত জানাইতেন ভালো হতো।
লাইভ ক্লাস এই workshop এ হবেনা , এইটা আগের ভিডিও ছিলো। আগের workshop এ একটি Live Q&A Session হত, কিন্তু এই workshop এটা হবেনা। আপনার যেকোনো সমস্যায় সাপোর্ট এক্সিকিউটিভ কে জানাবেন। ধন্যবাদ
সাপোর্ট এক্সিকিউটিভবলতে যে কি অ্যাকাউন্ট ম্যানেজার? তাকে জানাবো শুধু?
জি স্যার আপনার যে কোন সমস্যা হলে আপনার সাপোর্ট এক্সিকিউটিভ কে জানাবেন সে আপনাকে সমস্যা সমাধান করার চেষ্টা করবে যদি সমাধান না হয় সে ক্ষেত্রে আপনাকে ডেডিকেটেড আমাদের যে সাপোর্টটা আছে সেখানে আপনাকে কানেক্ট করিয়ে দেবে সেখান থেকে আপনার সমস্যাটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ