-
- আমি এনাম, বগুড়া থেকে। কিছু কথা শেয়ার না করলেই নয়। আমি অনেক দিন ধরেই অনলাইন Business করার জন্য চেষ্টা করে যাচ্ছি। কিন্তু পারছিনা।এজন্য আমি অনেক আই টি মারকেটিং ডিভিলোপার এ ভর্তি হয়েছিলাম। কিন্তু যথার্থ সাপোর্ট পাইনি। এখন নাইম সারের কথা মতো বুটক্যাম্পে ক্লাশ করে পেইড কোর্স (work shop) করিতেছি। বুটক্যাম্পে নাইম সার যা বলেছে তার চেয়ে অধিক সাপোর্ট পাইতেছি।বিশেস করে আমার ওনার এবল কি ম্যনাজার জনাব রনি তালুকদার সার যে ভাবে আমাকে সাহায্য করিতেছে বা সাপোর্ট দিতেছে তাতে আমি অনেক টা এগিয়ে গিয়াছি। মরুবালুময়ে যেমন এক পসলা বৃস্টি হলে যেমন নতুন জীবন ফিরে আসে ঠিক তেমনি আমার ও তাই হয়েছে। আমার মনে অনেক আশার আলো জাগিয়েছে। পারব ইনশাআল্লাহ। শেষে আমি ওনার এবল কি ম্যানেজার রনি তালুকদার সার ও নাইম সারকে শুভেচ্ছা দিয়ে বিদায় নিলাম। আর আমার জন্য সবাই দোওয়া করিবেন আমি যেন সর্ব শেষ শিখরে পৌছাইতে পারি। আমিন……