১। আমি মোঃ আমির হোসেন সুজন, চায়না বিশব্বিদ্যালয় থাকে Architecture বিষয়ে গ্রাজুয়েশন শেষ করেছি। বর্তমানে আমি নিজের ফার্মে কাজ করি।
২। সত্যি কথা বলতে আমি এর আগে কখনো কারো সম্পর্কে রিভিউ দেইনি, আবার খারাপ রিভিউ দেইনি, নিজে থাকেই বের হয়ে আসছি। কারণ রিভিউ দেওয়ার মতো ভালো সাপোর্ট, সার্ভিস ইত্যাদি কোন কিছুই পাইনি।
৩। তবে রনি তালুকদার ভাই এর সম্পর্কে না বললেই নয়। সময় রাত ১ টা বাজে। তার সাথে আজ আমার সরাসরি প্রথম কথা হয় বিভিন্ন বিষয়ে। যদিওবা, আমার সমস্যা সমাধান হয়নি। কারণ আমার প্রশ্ন গুলো অনেক আডভান্স ছিলো। তার পরেও তিনি সুন্দর ভাবে যতটুকু সম্ভব আমাকে বুঝিয়েছেন। তার ব্যবহার সত্যিই অনেক ভালো ছিলো।
এস এম এস, এর মাধ্যমে কতটুকুই বা বলা যায়। তার পরেও সংক্ষিপ্ত বলে রাখলাম।
৪। আমার আডভান্স প্রশ্ন গুলো কিছু বলে রাখা ভালো। আমি একটি ওয়েবসাইট বানিয়েছিলাম, এবং সার্ভার সাইট ট্রাকিং এর কাজ করেছিলাম। Good tag manager and step.oi. with parameters passing ইত্যাদি ব্যবহার করে। তার পরেও Meta Ads Purchase এ রান করেছিলাম, কোন ভালো রেজাল্ট পাইনি। এই সব আরো অনেক বিষয়ে রনি তালুকদার ভাই এর সাথে কথা বলেছিলাম।। এই আডভান্স বিষয় গুলো নিয়ে তার সাথে কথা বলেছিলাম। তার পরেও তিনি কোন প্রকার বিরক্ত হয়নি।
এই সংক্ষিপ্ত সময়ে কথা গুলোর মধ্যে যদি কোন ভুল থাকে। দয়াকরে আমি আপনাদের পরিবারের একজন সদস্য মনে করে ক্ষমা করবেন। ধন্যবাদ StepUp Community
#We are a family.
ধন্যবাদ আপনাকে।