প্রথমত বাংলায় লিখতে অনেক সমস্যা হচ্ছে। তাই ইংরেজীতে লেখার অপশন রাখলে ভাল হত।
দবীতীয়ত, নিশ সিলেকশনের ব্যাপারে ভিডিওতে যা বলা হয়েছে তাতে মনে হচ্ছে, যারা একটা রানিং ব্যবসায় আছে তাদের জন্য এই অয়ারকশপ কাজে লাগবে। কারন একটা ব্যবসায় পন্য নির্বাচনের একটা ব্যাপার থাকে যা সময় সাপেক্ষ। আর্থিক আয়োজনের ব্যাপার থাকে যার জন্য সময় ও প্রিপারেশ্নের ব্যাপার থাকে। তাই যারা নতুন এবং এখনও কোন খুজে পায়নি, তারা এই অয়ার্কশপের সাথে তাল মিলিয়ে আগাতে পারবে কিনা, সেটা ফাহিম ভাইকে ভেবে দেখতে অনুরোধ করছি।তাদের জন্য ফাহিম ভাইয়ের সাজেশন কি জান্তে পারলে ভাল হত।
স্যার এ ব্যাপারে আপনি আপনার Support executive এর সাথে এ কথা বলুন তিনি আপনাকে সহযোগিতা করবে। ধন্যবাদ