আমি ২০২১ সাল থেকেই ছোট পরিসরে ফিজিক্যাল প্রডাক্ট নিয়ে ব্যবসা করতেছি।আর আমার এখন এই ওয়ার্কশপ এ জয়েন এর মূল লক্ষ্য হচ্ছে,ব্যবসা টাকে এডভান্স লেভেল এ নিয়ে যাওয়া ,,আর যেটা বুঝেছি ওয়েবসাইট থাকা মানে ৮০% নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া ।সুতরাং আমার মত যারা আছেন বা আমার এখন কিভাবে আগানো উচিত ।কারণ আমাদের তো নিশ সিলেক্ট করা আছে,এবং মোটামুটি বেসিক টা আয়ত্তে আছে।।।(বিষয়টা একটু বিশেষ বিবেচনায় দেখবেন প্লিজ )
নিশ সিলেকশনে এ চেপ্টার ০২ ——– ১১ মিনিট এর MARTKETING CHANNEL আলোচনা টা ভালো ভাবে দেখেন । আসা করি আপনি আপনার সমাধান পেয়ে যাবেন । ধন্যবাদ
ভাইয়া হয়তো আমার প্রশ্নটা পুরোপুরি বুঝেন নাই।।আমি আপনার কথা অনুযায়ী ভিডিও টা আবারো দেখলাম বাট রিলেটেড না।।
আমি বলতে চাচ্ছি যে ,,কেউ যদি এমন থেকে থাকে যে কিনা রানিং বিজনেস করতেছে কিন্তু সেটা শুধু পেইজ এর মাধ্যমে ।বাট সে যেহেতু স্টেপ আপ এর একজন সদস্য সুতরাং সে তো এখন আরও গ্রো করবেই।আর তার জন্য তার ওয়েবসাইট থাকা দরকার।এখন সে কি বাকি সবার সাথে ৫ মাস শিখবে নাকি ,তাকে অন্যদের থেকে আগেই ওয়েবসাইট এর ব্যাপারে হেল্প করা হবে,যাতে করে সে এডভান্স লেভেলে যেতে পারে।?
সামনে Website Development Course আসবে। তারপর ওয়েবসাইট পাবেন