আসসালামু আলাইকুম।
বিজনেস ওয়ার্কসপ জার্ণিতে কেউ আগে থেকেই ব্যবসায়ে আছে, কেউ ব্যবসা শুরু করেছে আবার কেউ বা একেবারেই নতুন এমন টাইপের মানুষ যুক্ত আছেন। এখন বিগিনার, ইন্টারমিডিয়েট, এডভান্সড এরকম করে মেম্বারদেরকে ভাগ করে ফেলার কোন পরিকল্পনা আছে কিনা??
কেননা অনেকেই আগে থেকেই নিজেই নিজের ওয়েবসাইট বানিয়ে রেখেছে, হয়ত ফুল প্রফেশনাল না বিধায় ওয়েবসাইটের লুক, পিক্সেল সেটাপ, সার্ভার সাইড ট্র্যাকিং ইত্যাদি করতে পারেনি। এখন সেও যদি বসে বসে বিগিনারদের সাথে ডোমেইন, হোস্টিং নিয়ে সময় কাটায় তাহলে এতে সময়ের অপচয় হবে অনেক। তবে হ্যা ইন্টারমিডিয়েট লেভেলে থাকলেও হয়ত বিগিনিং লেভেলের অনেক কিছুই তার অজানা থাকতে পারে। তবুও মেম্বারদেরকে ক্যাটাগরিতে ভাগ করে নিলে মনে হয় ভালো হবে।
এতে stepup এবং মেম্বাররা লাভবান হবে বলে মনে করি।
যারা ইন্টারমেডিয়েট বা এডভান্সড লেভেলে তাদেরকে দ্রুতই নার্সিং করে সাকসেসফুল স্টোরি ক্রিয়েট করা যাবে। এতে বিগিনার বা অন্যান্যরাও আশাবাদী হবে, তারাও বুঝতে পারবে যে তারাও পারবে। আর অন্যদিকে stepup এর গুড ওইল তো বাড়বেই।
আসসালামু আলাইকুম, যারা ইন্টারমেডিয়েট বা এডভান্সড লেভেলে বা বিগিনার আছে কাউকে ভাগ করা হবেনা সবাই একসাথেই ক্লাশ পাবে। কিন্তু যে কোনো প্রয়োজনে আমরা সব ধরণের সাপোর্ট দিবো । ধন্যবাদ