গুগল ট্যাগ ম্যানেজার সহ মেটাতে অনেক পরিবর্তন আসছে। আমরা জানি আপনারাও অবগত আছেন @ফাহমিদ ভাই সহ সব @মেন্টরগণ।
আমার টা ঠিক করতে গিয়ে একটু হিমশিম খেতে হয়েছে শাহরিয়ার ভাইয়ের এর,কারন, হঠাৎ আমার আপডেট হয়,যা অন্য কারোটা হয়নি এখনো।
আর এডস রান করার জন্য আমাদের আমার স্কিল জানা প্রয়োজন, অল্প কিছু ট্রিক ছাড়া মেটা মার্কেটিং এ তেমন কিছু আমি পাইনি। এগুলো ইউটিউব এই রয়েছে। আমি খোলা মনে এই জন্য কথাটা জানালাম,কারন আমরা ছাত্র, আমরা কি জানি কি জানিনা তা যদি শিক্ষকদের না জানাই তাহলে তারা আমাদের শেখাতে পারবেন না বা বুঝবেনও না যে আমরা কি চাচ্ছি বা কি পারি।
তাই অনুরোধ থাকবে মেটা কোর্স এ আরো এডভান্স ক্লাস যুক্ত করার।
আমাদের অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট রয়েছে যা আমরা এইটা ফলো করে ভালো ফল পাবো বলে মনে হয়না। আমি ছাত্র হিসেবে আমার অসুবিধা বা আমার অজানা শেয়ার করলাম ছোট্ট করে।
ধন্যবাদ
আসসালামু আলাইকুম ..
আপনার মতামত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ । মেটার বিষয়ে আমাদের আরো কোর্স আসবে । যেগুলো এডভান্স লেভেলের হবে আশা করি ওগুলো করে আপনারা এডভান্স বিষয়গুলো শিখতে পারবেন