সবার ক্ষেত্রে হচ্ছে কি না জানি না। তবে আমার এখান থেকে ভিডিও গুলোর সাউন্ড খুব কম পাচ্ছি। গরমে ফ্যান চালিয়ে কোন ভাবেই ভিডিও এর সাউন্ড স্পষ্ট শুনতে পাচ্ছি না। বাইরের কন্টেন্ট যেমন ফেসবুক ইউটিউবের ভিডিওতে সাউন্ড এর কোন সমস্যা নাই। এইদিকটা একটু দেখলে ভাল হয়। ধন্যবাদ।
অন্য কেউ এমন সমস্যা ফেইস করেনি স্যার,আপনার এন্ড থেকে কোনো সমস্যা হতে পারে স্যার। ইন্টারনেট প্রোভাইডারের সাথে যোগাযোগ করুন।
ভাইয়া আমার এখানেও সাউন্ড কম। একটু দেখেন কিছু করা জায় কি না।
আমি কিন্তু আগেই উল্লেখ করেছি ফেসবুক ও ইউটিউবের ভিডিওতে সাউন্ড এর কোন সমস্যা নাই।
আমার এখানে সাউন্ড এর কোন সমস্যা হচ্ছে না ।
আমার এইখানেও সাউন্ড একদম কম শুনা যায় । সত্যিই বলতে আমিও পোস্ট দিতে চেয়েছিলাম এই টপিক নিয়ে
আমার এইখানেও সাউন্ড কম শুনা যায় । তবে মোটামুটি চলে।
আসসালামু আলাইকুম,
ভিডিওর শুরুতে সাউন্ড অনেকটাই কম থাকে কিন্তু কিছু সময় পরে সাউন্ড আগের থেকে কিছুটা বেশি শোনা যায়। কিন্তু আর একটু বেশি সাউন্ড হলে ভালো হতো। আমি ভিডিও দেখার সময় হেডফোন ইউজ করি আপনারাও ট্রাই করে দেখতে পারেন।