যারা ওয়েেসাইট করে এরইমধ্যে ব্যবসা শুরু করেছেন, নতুন অ্যাড ম্যানেজার, নতুন অ্যাড অ্যাকাউন্ট। এ অবস্থায় প্রথমদিকে ব্যবসায় কেমন সাড়া পাচ্ছেন?
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
আমিও জানতে চাই।
সবাই জানতে চাইলে তো হবে না। নিজের কেমন অবস্থা চলছে সেটা জানান এবং আরেকজনের জানতে চান।
শুরুতে আমার কোনোরকম চলছে। দিনে দুই-একটা করে সেল আসছে। তবে অ্যাডে অনেক খরচ যাচ্ছে। মেটা সাপোর্টের ভাইয়েরা অবশ্য বলেছে, শুরুতে এমনই হবে।
ভাই অনেক অনেক শুভকামনা, আপনি অলরেডি execution এ চলে গেছেন শুনে অনেক খুশি হলাম। নতুন অবস্থায় হয়তো এড কস্ট একটু বেশি হতে পারে। তবে স্টেপ আপ এর এড এক্সপার্টদের এর তত্ত্বাবধানে থাকলে আমার বিশ্বাস এই সমস্যাটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। ভাই আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে, আপনি এখন কি কি প্রব্লেম ফেস করতেছেন কিভাবে টোটাল অপারেশন গুলো চালাচ্ছেন ইত্যাদি সেই জার্নিগুলো মাঝে মধ্যে আমাদের সাথে শেয়ার করবেন। কারণ আমি বিশ্বাস করি যে আপনার এই জার্নি থেকেও অনেক কিছু শিক্ষার আছে।
ধন্যবাদ।
same