আসসালামু আলাইকুম, স্টেপ আপ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমি একজন চাকরি জিবি লোক, ওয়ার্কশপে জয়েন করেছি, আমার মত হয়তো অনেকেই চাকরিজীবী আছেন জয়েন করেছে। যাইহোক আমার কথা বলছি, দিনের বেলা আমি কাজে থাকি, বাড়িতে ফিরতে দশটা বেজে যায়, রাত জেগে আমরা ভিডিও গুলো দেখি, এটা আমার কোন সমস্যা নয়, সমস্যা হচ্ছে আমরা যখন কোন কিছুতে আটকে যাই তখন আমাদের ঝুম সাপোর্টের প্রয়োজন হয়, আমি তো কাজে থাকি দিনের বেলা ঝুম সাপোর্ট নিতে পারি না, এক্সিকিউটিভ ম্যানেজার কে বলেছি এ বিষয়টা, উনি আমাকে বলেছে রাতের নয়টার পরে আর কোন সাপোর্ট দেওয়া হয় না, আমি এখনো ডমেইন কিনতে পারিনি ঝুম সাপোটের জন্য, এর জন্য আমি হোস্টিং এর টাকা ও জমা দিতে পারছি না, আমি ডোমিন কেনার পর এর পুরো হোস্টিংয়ের টাকা দিব ভাবছিলাম, এদিকে আমার মেটা এড ম্যানেজারের একটু সমস্যা হয়েছে এটাও একটু সাপোর্ট দরকার। আমি অনুরোধ করছি স্টেপ আপ কর্তৃপক্ষর কাছে, আমরা যারা চাকরিজীবী আছি, (রাত দশটা থেকে বারোটা) পর্যন্ত ঝুম সাপোর্টের ব্যবস্থা করা।
আপনি আমাদের সাপোর্ট টিম থেকে রাত দশটা পর্যন্ত সাপোর্ট নিতে পারবেন।
আর সাপোর্ট এক্সিকিউটিভ থেকে রাত বারোটা পর্যন্ত সাপোর্ট নিতে পারবেন
same problem.but no soluation give Stepup.please do something
হে ঠিক বলেছেন