সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ-১৪৩১
আমি যে বিষয়ে জানতে চাচ্ছি –
১। ই-কমার্স (অনলাইন) বিজনেস করতে কোন ট্রেড লাইসেন্স লাগবে কিনা? লাগলে কোথা থেকে করতে হবে?
২। বিজনেস করতে কোন ব্যাংক অ্যাকাউন্ট লাগবে কিনা? লাগলে কোন্ ধরণের অ্যাকাউন্ট লাগবে এবং তা যে কোন ব্যাংকে করা যাবে কিনা?
ধন্যবাদ
অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন।
১। Trade Licences অবশ্যই লাগবে।
২। City/Brac/dbbl/Ibbl এই ধরনের ব্যাংকে করুন।
city/brac better option.
অবশ্যই Current Account করবেন যদি ভবিষ্যতে BIN করার ইচ্ছা থাকে
ভাই…BIN কি??? জানাবেন please…
BIN মানে Bussiness Identification Number.
আমরা সাধারনত এটাকে ভ্যাট হিসাবে চিনি।
টিন এবং বিন ২ টা বিষয় খুবই জরুরী।
সরকার আপনার থেকে যে ভ্যাট নিবে তা বিনের মাধ্যমে।