- স্টেপ আপ তথা ফাহমিদ আল নাঈম ভাইয়ের ২য় বুট ক্যাম্পে যুক্ত হওয়ার পর থেকে ই ভাইয়ের প্রতি এক্সপেক্টটেশন আকাশ ছোয়া। আমার অঘাত বিশ্বাস ছিলো এযাবৎ কাল বাংলাদেশে যত লার্নিং প্লাটফর্ম আছে সবগুলো কে ছাড়িয়ে যাবে। আর সেই থেকেই খুব করে আফসোস করতাম কেন প্রথম ওয়ার্কশপ যুক্ত হতে পারিনি।ওত পেতে বাজ পাখির মতো অপেক্ষা করছিলাম সুযোগ পাওয়া মাত্রই সুযোগ কাজে লাগিয়েছি।
- আমার এক্সিকিউটিভ মাহমুদ ভাই। আমার মনে হয়েছে তিনি চমৎকার ভালো একজন সাপোর্টিভ মানুষ আর বুঝতে বাকি নেই এই জন্য স্টেপ আপ মাহমুদ ভাইকে হায়ার করেছে কৃতজ্ঞ।
- বিজনেস কনসালটেন্সি জুম সাপোর্ট টিম: এককথায় অসাধারণ। মুস্তাকিম ভাই, কুরবান আলি ভাই, মিম আপু,কাওসার ভাই আরও যারা আছেন সবাই খুবই এক্সপার্ট, সবাই অনেক অভিজ্ঞতা সম্পন্ন।আমার ব্যবসা কুঠিনাটি শুরু থেকে কিভাবে শুরু করলে আমার জন্য সত্যি ই ভালো হবে সেটার প্রাক্টিক্যাল গাইডলাইন পেয়েছি এবং কিছু ত্রুটি খুজে দিয়েছে যেটা আমার জন্য অনেক হেল্পফুল হয়েছে ।।
- আমার বিশ্বাস আরও বহুগুণে বৃদ্ধিপেয়েছে স্টেপ আপ তথা ফাহমিদ আল নাঈম ভাই সব জায়গাতেই অসংখ্য ফাহমিদ আল নাঈম নিযুক্ত করেছেন।
- সর্বপরি আমরা যারা শিখতে স্টেপ আপ আসছি সবাই বিজনেস কনসালটেন্সি সাপোর্ট টিমে জয়েন্ট হয়ে আপনার ব্যবসায়ী ত্রুটি / সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করে নিন।
- বিশেষ করে ফাহমিদ আল নাঈম এবং স্টেপ আপ এর সাথে যুক্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করছি। ধন্যবাদ